সেবার তালিকাঃ
ক্রমিক নং | সেবা সমূহ |
০১ | নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০(কুড়ি) জন একক ব্যক্তির সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়। |
০২ | সরকারি কর্মসূচীর আওতায় বিত্তহীন,ভূমিহীন এবং আশ্রয়হীণদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০(পঞ্চাশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০ (তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। |
০৩ | দারিদ্র বিমোচনের জন্য স্বেচ্ছায় বা সরকারি কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে তিন হাজার টাকা, ক্রেডিট কো-অপারে্টিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এককোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হবে। |
০৪ | সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট বিধানাবলী সমন্বিত উপ-আইন নিবন্ধন কর হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন করা হয়। |
০৫ | সমিতি ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি ও অবসায়ন। |
০৬ | সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে জেলা সমবায় অফিসার আইনের আওতায় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। |
০৭ | জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়। |
০৮ | সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরিদর্শন কিংবা তদন্তের মাধ্যমে নিস্পত্তি করেন। |
০৯ | প্রাথমিক সমবায় সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন ন্যস্তে করেন। আবার সদস্যদের কারণে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS